
Download Shahrukh Khan's Welcome speech
প্রসেনজিৎ ছাড়াও বাংলাদেশে এসে পৌঁছেছেন ছবির পরিচালক গৌতম ঘোষ ও তাঁর স্ত্রী এবং ছবিটির পোশাক ডিজাইনার নীলাঞ্জনা ঘোষ। আরো এসেছেন ছবিটির পশ্চিম বঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান রোজ ভ্যালির প্রধান নির্বাহী গৌতম কুণ্ডু এবং অভিনয় শিল্পী শুভা কণ্ডু।
প্রসেনজিৎ-এর বাংলাদেশে আগমন প্রসঙ্গে আশীর্বাদ চলচ্চিত্রের কর্মকর্তা সিহাব আহমেদ সিরাজী জানিয়েছেন, 'প্রসেনজিৎ ৫ ডিসেম্বর সকাল ৮ টায় ঢাকায় পৌঁছান। এরপর তিনি ওয়েস্টিন হোটেলে ওঠেন। এছাড়া আগের রাতে ঢাকায় এসে পৌঁছান ছবিটির পরিচালক গৌতম ঘোষ ও তার স্ত্রী নীলাঞ্জনা ঘোষসহ আরো অনেকে।'
সিহাব আহমেদ আরো জানিয়েছেন, '৫ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে স্টার সিনেপ্লেক্সে 'মনের মানুষ' ছবির একটি বিশেষ প্রদর্শনী হবে। মূলত ছবিটি সম্পর্কে এদেশের দর্শকদের মতামত জানতেই তারা বাংলাদেশে এসেছেন।' "
Source: BD News 24